রাশিয়া বন্ধুত্ব ও আন্তরিকতার নিদর্শন হিসেবে রাশিয়া থেকে বিনামূল্যে ৩০ হাজার টন পটাশ সার দেশে আসতে যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আওতায় এ সার সরবরাহ করবে দেশটির অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরাচেম গ্রুপ।
গ্রুপটির প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে উরাচেম দীর্ঘদিন ধরে কাজ করছে, এবং বাংলাদেশকে বিনা মূল্যে এ সার প্রদান তাদের আন্তরিক সহযোগিতার অংশ।
ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমেনোভা বুধবার (১১ নভেম্বর) কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ জানিয়েছেন, সার আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান মিয়া সাত্তার বলেছেন, “রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাদের এই সহায়তা কৃষকদের জন্য বড় উপকার বয়ে আনবে।
উল্লেখ্য, উরাচেম গ্রুপ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পিজেএসসি ইউরালকালি বিশ্বের মধ্যে অন্যতম পটাশ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে জেএসসি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

