বরিশালে ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

১ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বরিশালে ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৮, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:২৯, ১৫ নভেম্বর ২০২৫

Google News
বরিশালে ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর

বরিশালে ভাড়া নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি বাস ভাঙচুর করা হয়। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার নথুল্লাবাদ বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তাদের দাবি, মুলাদী থেকে বরিশালে আসার পথে বিএম কলেজের দুই শিক্ষার্থী পরিচয় দিয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকরা তা নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উত্তেজিত শিক্ষার্থীরা টার্মিনালের অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের