দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জাঁকিয়ে বসেছে শীতের দাপট। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের সাথে রাতভর ঝরছে ঘন কুয়াশা। ফলে এই অঞ্চলের শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন, অর্থাৎ শুক্রবার, একই সময়ে তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যার পর থেকেই জেলায় হালকা শীত অনুভূত হতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা এলাকা, আর উত্তরের ঠাণ্ডা বাতাসে শীতের অনুভূতি বাড়ে বহুগুণ। তবে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমতে দেখা যায়।
দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এবং সূর্য ওঠার পর থেকে ঠাণ্ডার এই তীব্রতা কিছুটা কমে আসে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় নিশ্চিত করেছেন, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা হিমশীতল কনকনে বাতাসের প্রভাবে জেলায় শীতের অনুভূতি বেশ জোরালো।
তিনি জানান, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, এবং এ সময় বায়ুর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এদিকে, সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বইছে শীতের হাওয়া। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করেছে। শেষ রাত থেকেই নগরজুড়ে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে; পাশাপাশি দেখা গেছে সামান্য কুয়াশাও।
রেডিওটুডে নিউজ/আনাম

