দক্ষিণ ভারত থেকে বলিউড। রাশমিকা মান্দানা যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সবখানেই রীতিমতো ঝড় তুলেছেন। বিশেষ করে চলতি বছর তার অভিনীত বেশ কিছু সিনেমার কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকারে নাম। এরই মধ্যে এই অভিনেত্রী জানালেন, কোরিয়ান ড্রামায় (কে-ড্রামা) অভিনয় করতে ভীষণ আগ্রহী তিনি।
সম্প্রতি আইএএনএস–এর সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে রাশমিকা বলেন, ‘আমি অবশ্যই কোরিয়ান ড্রামায় কাজ করতে চাই। আমার জন্য সেটা হবে দারুণ অভিজ্ঞতা। তবে, আমাকে নিয়ে তারা কী ধরনের চরিত্র বা গল্প ভাবছেন সেটার ওপরই সবকিছু নির্ভর করবে। কারণ, আপনারা জানেন আমি পর্দায় কী করি, তা নিয়ে কতটা বাছবিচার করি।’
কোরিয়ান ড্রামা প্রতি রাশমিকার ভালোবাসা ও আগ্রহ তৈরি হয় করোনার সময় থেকে। তখন থেকেই তিনি এই ড্রামাগুলো দেখেন। এই অভিনেত্রী বলেন, ‘মূলত কোভিডের সময় আমার কোরিয়ান ড্রামা দেখা শুরু হয়। তখন হাতে অনেক সময় ছিল। প্রতিটি কে-ড্রামায় প্রায় ১৬টা এপিসোড থাকে। তার মানে ১৬ ঘণ্টা সময় দিতে হয়! সেখান থেকেই ভালোবাসাটা শুরু হয়েছে।’
বর্তমানে রাহুল রভীন্দ্রন পরিচালিত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর সাফল্য উপভোগ করছেন রাশমিকা। ৭ নভেম্বর মুক্তিপ্রাপ্ত এই রোমান্টিক সিরিজে তিনি ভূমিকা চরিত্রে অভিনয় করেছেন, যার প্রেমিক বিক্রমের (দীক্ষিত শেঠি) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মাণ হয়েছে গল্পটি।
সম্প্রতি রাশমিকা অভিনয় করেছেন আদিত্য সারপোতদারের ‘থাম্মা’ সিনেমায়, যা ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। এতে তার সহ-অভিনেতা ছিলেন আয়ুষ্মান খুরানা।
এছাড়া রাশমিকার হাতে রয়েছে হোমি আদাজানিয়ার ‘ককটেল-২’ সিনেমা ও রবীন্দ্র পুল্লের অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ সিনেমা। এই দুটি সিনেমা আগামী বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
রেডিওটুডে নিউজ/আনাম

