চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কায় নীল সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ১৬ থেকে ১৮ নভেম্বর মধ্য ও পূর্ব চীনে প্রবল বাতাস বইবে এবং তাপমাত্রা দ্রুত কমে যাবে। এসব এলাকায় গড় বা সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
এছাড়া শায়ানসি, ছোংছিং, হেনান ও হুবেই প্রদেশের কিছু অংশে তাপমাত্রা আরও বেশি, অর্থাৎ ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শৈত্য প্রবাহের কারণে ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগাম প্রস্তুতি নিতে এবং উষ্ণমণ্ডলীয় ফসল ও জলজ খামার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
চীনে আবহাওয়া সতর্কতা চার ধরনের রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়। যেখানে লাল সবচেয়ে বিপজ্জনক, তারপর কমলা, হলুদ এবং সর্বশেষ নীল সতর্কতা।
রেডিওটুডে নিউজ/আনাম

