ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে বলেছেন, মে মাসে দুই দেশের মধ্যে যে ক্ষণস্থায়ী সংঘাত হয়েছিল, তা ছিল কেবল একটি ট্রেইলার, সম্পূর্ণ ছবি এখনো বাকি’।
নয়াদিল্লির রেড ফোর্টের কাছে ১০ নভেম্বর সংঘটিত বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর সেনাপ্রধানের এই মন্তব্য সামনে আসে। ২০১১ সালের পর এটি ছিল ভারতের রাজধানীতে প্রথম বড় ধরনের বিস্ফোরণ।
নয়াদিল্লিতে একটি প্রতিরক্ষা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি শুধু বলতে চাই—ছবিটা এখনো শুরুই হয়নি। শুধু ট্রেইলার দেখানো হয়েছিল, আর সেই ট্রেইলারই ৮৮ ঘণ্টায় শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তান যদি আমাদের আবার সুযোগ দেয়, আমরা দেখিয়ে দেব- প্রতিবেশীদের সঙ্গে একটি দায়িত্বশীল দেশ কীভাবে আচরণ করে।’
মে মাসের সংঘাত শুরু হয় ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর। ভারত প্রমাণ ছাড়া এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
এরপর ৭ মে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে প্রাণঘাতী বিমান হামলা চালায়। চার দিনের পাল্টাপাল্টি বিমান হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

