চীনের ছয়টি প্রধান এয়ারলাইন ঘোষণা করেছে জাপানগামী রুটের সকল টিকিট বিনামূল্যে পরিবর্তন বা ফেরত করা যাবে। এসব এয়ারলাইন্স হলো এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, হাইনান এয়ারলাইন্স, সিছুয়ান এয়ারলাইন্স এবং সিয়ামেন এয়ারলাইন্স।
এর আগে শুক্রবার রাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কনসুলার অ্যাফেয়ার্সের উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে চীনা নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপানে ভ্রমণ না করার পরামর্শ দেয়।
বিবৃতিতে বলা হয়, জাপানি নেতার উসকানিমূলক মন্তব্য সাম্প্রতিক সময়ে চীন–জাপান জনগণের পারস্পরিক আদান–প্রদানের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি জাপানে অবস্থানরত বা ভ্রমণরত চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনঝুঁকি বাড়িয়ে তুলেছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিয়ে চীনা এয়ারলাইন্সগুলো জাপান রুটে টিকিট পরিবর্তন ও রিফান্ডের ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

