ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে আজ-কালের মধ্যে ভারতকে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, স্থানীয়ভাবে ভারতীয় হাইকমিশনার এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে ভারতে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠির পর ভারতের প্রতিক্রিয়া দেখে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ।
তৌহিদ হোসেন বলেন, যদি তারা চিঠির জবাব না দেয়, সে ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে।
অন্যদিকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আসন্ন দিল্লি সফরে এ বিষয়ে আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নিরাপত্তা উপদেষ্টা সফরের এজেন্ডা ভিন্ন। তাই এ বিষয়টি ঢুকবে না। তবে তিনি যদি চান আলোচনা হলেও হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

