ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সংসদ নির্বাচন 

ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৪, ২১ নভেম্বর ২০২৫

Google News
ইসির আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা সভা ২৭ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৭ নভেম্বর ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন পরিকল্পনা, সমন্বয় ও দিকনির্দেশনামূলক সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

ওইদিন বেলা সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা হবে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

সভায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের