বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

২২ নভেম্বর ২০২৫,

৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭, ২১ নভেম্বর ২০২৫

Google News
বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না, মিথ্যা কথা বলে ভোট চায় না। বিএনপি জনগণকে ভালোবাসে ও জনগণের সেবায় নিয়োজিত থাকে বলেও জানিয়েছেন তিনি।

(বৃহস্পতিবার, ২০ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘একটি দল বলছে নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে হবে না। এরা আগামী দিনে বলবে নারীদের কাজই করতে হবে না। নারীদের ঘরে বসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। নারীদের জন্য নারী শিক্ষা প্রাথমিক থেকে কলেজ অবধি অবৈতনিক করেছিলেন।’

উপজেলা মহিলা দলের সভাপতি ফ্লোরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

সমাবেশ শেষে নারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের