ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৭, ২১ নভেম্বর ২০২৫

Google News
ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল।

ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এদিকে ভূমিকম্পে আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসেন।

আতঙ্কের মধ্যেই দুই হলের উঁচু তলা থেকে লাফিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহত শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মুহসীন হলের আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ।

অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। দুজনই নিচে লাফ দেওয়ার সময় আঘাত পান। এদিকে স্যার এ এফ রহমান হলের একটি কক্ষেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের