ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাঠেও

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাঠেও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ২১ নভেম্বর ২০২৫

Google News
ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাঠেও

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও ভয়াবহভাবে ভূমিকম্প অনুভূত হয়। ড্রেসিংরুম, প্রেস বক্স কেঁপে ওঠে। কাঁপতে দেখা যায় গ্যালারির জায়ান্ট স্ক্রিন। 

মাঠে থাকা ক্রিকেটাররাও ভূমিকম্প অনুভব করেন। ড্রেসিংরুম থেকে পাওয়া বার্তায় তারা ভূমিকম্পের ব্যাপারটি নিশ্চিত হন। তখন মাঠের সকল ক্রিকেটাররা এক জায়গায় চলে আসেন। বিসিবির ম্যাচ স্কোরার জানান, এতে তিন মিনিট বন্ধ ছিল খেলা। অর্থাৎ ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ায় ১০টা ৪১ মিনিট পর্যন্ত কোন বল মাঠে গড়ায়নি। পরে অবশ্য ম্যাচ শুরু হতেই পরপর দুই উইকেট হারায় আইরিশরা।  

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটিকে মাঝারি শ্রেণির ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের