এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচটি দুই দলের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত ম্যাচটি ছিল মর্যাদার লড়াই। বাছাই পর্ব থেকে আগেই ছিটকে গেলেও বাংলাদেশ দল আজকের ম্যাচে ছিল জয়ের লক্ষ্যেই। আর সেই লক্ষ্যপূরণের মঞ্চ তৈরি করে দেন ফেরত আসা ফরোয়ার্ড শেখ মোরসালিন।
চোটের কারণে নেপালের বিপক্ষে আগের ম্যাচে খেলতে না পারা মোরসালিন একাদশে ফিরেই বাজিমাত করেন। ম্যাচের ১১তম মিনিটে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে বাংলাদেশের হয়ে এগিয়ে যাওয়ার গোলটি করেন তিনি। বাঁ দিক থেকে দুরন্ত গতিতে তিনজনকে কাটিয়ে বক্সে ঢুকে রাকিব হোসেন নিখুঁত ক্রস পাঠান, আর রাকিবের বাড়ানো সেই বল আলতো টোকার মাধ্যমে ভারতের গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান মোরসালিন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম গোল।
গোলের পর আরো কিছু আক্রমণ সাজালেও সেগুলো থেকে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে ভারতের সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল ৩১তম মিনিটে—গোলবার ছেড়ে ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনেন গোলরক্ষক মিতুল মারমা। ভারতীয় খেলোয়াড় শট নিলেও গোললাইন থেকে হেড করে দলকে রক্ষা করেন হামজা চৌধুরী।
বাংলাদেশও প্রথমার্ধের শেষদিকে দ্বিতীয় গোলের সুযোগ পায়। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া হামজা চৌধুরীর ভলি সামান্য বাইরে দিয়ে যায়।
অবশেষে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন: মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।
রেডিওটুডে নিউজ/আনাম

