উগান্ডাকে হারাল বাংলাদেশ

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

১৮ নভেম্বর ২০২৫,

৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নারী কাবাডি বিশ্বকাপ

উগান্ডাকে হারাল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ১৭ নভেম্বর ২০২৫

Google News
উগান্ডাকে হারাল বাংলাদেশ

ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির আসরের উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা উগান্ডা শারীরিক সক্ষমতায় এগিয়েছিল বাংলাদেশের চেয়ে। তবে অভিজ্ঞতা ও কৌশলে এগিয়ে ছিল স্বাগতিক দল। ফলে প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা সম্ভব হয়নি। বিরতিতে বাংলাদেশ ছিল মাত্র দুই পয়েন্টে এগিয়ে—১৪-১২।

যদিও বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। গতি, কৌশল ও রক্ষণ—সব ক্ষেত্রেই ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ২৮ পয়েন্ট সংগ্রহ করে প্রতিপক্ষকে দুইবার অলআউট করে লড়াইকে একপেশে করে তোলে স্বাগতিকরা। উগান্ডা লড়ে গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের সংগঠিত রক্ষণ ও ধারাবাহিক আক্রমণের সামনে টিকতে পারেনি। ফলে ৪২-২২ পয়েন্টের বড় ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের সেরা হন নবীন রেইডার স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতির প্রাণবন্ত পারফরম্যান্সই ছিল দলের আক্রমণের প্রধান শক্তি। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। কখনোই উগান্ডার সঙ্গে খেলিনি—এই প্রথমবার। ওদের ম্যাচটা বুঝতে আমাদের একটু সময় লেগেছে, এ জন্য শুরুতে অগোছালো মনে হয়েছে। পরে বুঝে নেওয়ার পর আমরা অনেক ভালো খেলেছি। 

তিনি আরও বলেন, জয় পেয়ে অনেক ভালো লাগছে। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস পেয়েছি, পরের ম্যাচগুলোও ইনশাআল্লাহ জিতব। এটা আমার প্রথম বিশ্বকাপ, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দ লাগছে। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।

আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি। প্রথম ম্যাচের দাপুটে জয়ের পর দল আত্মবিশ্বাসী, এবং টুর্নামেন্টে আরও দূর যাওয়ার প্রত্যয় স্পষ্ট করে তুলেছে বাংলাদেশের মেয়েরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের