ভূমিকম্পে আহত হয়ে ঢাবির ৬ শিক্ষার্থীসহ ঢাকা মেডিকেলে ১৮ জন

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২১ নভেম্বর ২০২৫,

৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ভূমিকম্পে আহত হয়ে ঢাবির ৬ শিক্ষার্থীসহ ঢাকা মেডিকেলে ১৮ জন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ২১ নভেম্বর ২০২৫

Google News
ভূমিকম্পে আহত হয়ে ঢাবির ৬ শিক্ষার্থীসহ ঢাকা মেডিকেলে ১৮ জন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনি সৃষ্টি করে। নরসিংদীর মাধবদী ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভয়াবহ কম্পনে রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু ভবন হেলে পড়ার খবর আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ও এক রিকশাচালকের অবস্থা গুরুতর।

আহত ঢাবি শিক্ষার্থীরা হলেন:

আরাফাত (২০), নুরুল হুদা (২০) — জিয়া হল;
তানজিল হোসেন (২৬), সাদিক শিকদার (২৬), তানভীর আহমেদ (২৫), ফারহান তানভীর রাজিব (২৪) — মহসিন হল।

এ ছাড়া তানভীর (২২), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত রিকশাচালক (৪০), হারুনুর রশিদ (৫৫), রিপন (২৮), বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধুসূদন (৩০), সজীব (২২), রূপগঞ্জের আবুল খায়ের (৩০) ও ইব্রাহীম (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর পরই আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২০ জন চিকিৎসা নিচ্ছেন, সংখ্যাটি আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার একাধিক সংবাদ পাওয়া যায়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বহু ভবন হেলে পড়ার সংবাদ পাওয়া যায়।

ঢাকায় নিহতের খবরও পাওয়া গেছে। পুরান ঢাকার বংশালে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে একজন নারী মারা গেছেন, আহত হয়েছেন তার মেয়ে।

এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নরসিংদীতে। জেলার বিভিন্নস্থান থেকে আরও অন্তত ৫৫ জন আহতের খবর পাওয়া গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের