রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, এই ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে, বাংলাদেশের আগে পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সিসমোলজি সেন্টার জানিয়েছে, সকালে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

