মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিধিনিষেধ না মানায় খুলনার ১০ কোচিং সেন্টারকে জরিমানা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৫:২৬, ২৮ জানুয়ারি ২০২২

Google News
বিধিনিষেধ না মানায় খুলনার ১০ কোচিং সেন্টারকে জরিমানা

খুলনায় অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টারকে জারিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় তাদের ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা জানান, বৃহস্পতিবার তারা নগরীর বিভিন্ন স্থানে কাচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন। কোচিং সেন্টারগুলোতে সশরীরে ক্লাস চালু দেখে তাদের জরিমানা করা হয়। 

এ সময় শিক্ষার বিষয়ে সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য বলা হয়। একইসঙ্গে লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের