মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

ভারতে পাচার হওয়া দুই যুবতীকে বাংলাদেশে হস্থান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪০, ২২ জুলাই ২০২১

Google News
ভারতে পাচার হওয়া দুই যুবতীকে বাংলাদেশে হস্থান্তর

ভারতে পাচার হওয়া দুই যুবতীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ।

আজ বুধবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ফেরত আসা যবতীরা হচ্ছেন, বিল্লাল হোসেনের মেয়ে মৌসুমি খাতুন (১৯) ও শহিদ বিশ্বাসের মেয়ে মরিয়ম খাতুন (২০)। এদের বাড়ি সিরাজগঞ্জ ও যশোর জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধপথে তাদের ভারতের মুম্বাই শহরে নিয়ে যায় পাচারকারীরা। সেখানে তাদের ভালো কাজ না দিয়ে ঝুঁকি পূর্ণ কাজে জোরপূর্বক লিপ্ত করা হয় তাদের। গোপন সুত্রে খবর পেয়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে।

পরবর্তীকালে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। একবছর পর দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যার হেফাজতে দেওয়া হয়েছে তাদের। পরে বেনাপোলের একটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয় তাদের।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের