মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভালবাসা দিবসে কুয়াকাটার সৈকতে দুই নারীর নৃত্য

কলাপাড়া (পটুয়াখালী), প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ২৩:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২

Google News
ভালবাসা দিবসে কুয়াকাটার সৈকতে দুই নারীর নৃত্য

বিশ্ব ভালবাসা দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে দুই নারী নৃত্য করে মাতিয়েছে আগত পর্যটকদের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) শেষ বিকেলে তারা জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে হিন্দি ও বাংলা গানের সাথে তারা নৃত্য করে। এসময় বেশ কয়েজন যুবককে তাদের সাথে নাচতে দেখা গেছে। তাদের নৃত্য উপভোগ করে আগত পর্যটকরা।

পর্যটক আহসান বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসেছি। ভালবাসা দিবসে সৈকতে এই দুই নারীর নৃত্য ভিন্ন এক অনুভূতি। এ দিবসটি স্মরণে থাকবে। অপর এক পর্যটক রেবেকা ইসলাম বলেন, ভালাবাসা দিবস এটি একটি ভিন্ন রকম বিনোদন। খুব ভাল লেগেছে। আমরাও মজা করেছি। 

স্থানীয় টুরিজম ব্যবসায়ী আবুল হোসেন রাজু বলেন, বিশ্ব ভালবাস দিবস উপলক্ষে এই দুই নারী ঢাকা থেকে স্ব-পরিবারে দু’দিন আগে কুয়াকাটায় বেড়াতে আসে। তারা একটি হোটেলে অবস্থান নেয়। সোমবার শেষ বিকেলের দিকে তারা লাল শাড়ি পড়ে সৈকতে ঘুরতে আসেন। এসময় একটি আইসক্রিম বিক্রেতার সাউন্ড বক্সের গানের সাথে দু’জনেই নৃত্য করেন। পর্যটকসহ স্থানীয় লোকজনের ভিড় দেখে সেখানে যাই। দেখতে পাই তাদের নৃত্য।

কুয়াকাটা প্রেসক্লাব সাধারন সম্পাদক কাজী সাইদ বলেন, ভালবাসা দিবসে কুয়াকাটায় কোন ধরনের অনুষ্ঠান ছিলো না। তবে সোমবার সূর্যাস্ত কিছুক্ষণ আগে সৈকতে দুই পর্যটক নারী নৃত্য দেখে আগত পর্যটকরা মুগ্ধ হয়েছে। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের