রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ৪ অক্টোবর ২০২৫

Google News
রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

আরও বেড়ে রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৯২ টাকা। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আজ রোববার থেকে নতুন এ দর কার্যকর হবে। এর আগে ২৯ সেপ্টেম্বর সর্বশেষ দাম বাড়ানো হয়। গতকাল পর্যন্ত এ দর ছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। 

বাজুসের নতুন সিদ্ধান্ত মতে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের