শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

রাবি উপাচার্য-উপ-উপাচার্য ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১২ মার্চ ২০২৩

রাবি উপাচার্য-উপ-উপাচার্য ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা

সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা উল্লেখ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারসহ উপ-উপাচার্য এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  

রাবি প্রশাসনের পদক্ষেপের গাফিলতির অভিযোগ তুলে রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপাচার্যকে ঘিরে বিক্ষোভের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ সময় শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়ায় 'এক দফা এক দাবি', 'ভিসির পদত্যাগ', 'এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়', 'প্রশাসন হিজরা'— স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যম্পাস উত্তপ্ত করে তোলে। হ্যান্ড মাইকে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর থাকা সত্ত্বেও বিজিবি আমাদের ওপর নির্মামভাবে গুলি চালিয়েছে। জখম করেছে আমাদের ভাইদেরকে। রামেক এখন আহত রাবি শিক্ষার্থীতে ভরপুর। আমার ভাইরা মেডিকেলের বেডে শুয়ে কাতরাচ্ছে। আমাদের দাবি ছিল উপাচার্য বিনোদপুরে (ঘটনাস্থল) গিয়ে আমাদের দাবি দাওয়া মেনে নেবে। কিন্তু ভিসি কোনো মতেই সেখানে যেতে রাজি হননি। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা তাদের পদত্যাগ চাই। 

এর আগে উপাচার্য সম্মুখ আলোচনার জন্য শিক্ষার্থীদেরকে সাবাশ বাংলাদেশ মাঠে আসার আহ্বান জানান। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিনোদনপুর গিয়ে সবার সঙ্গে আলোচনার দাবি জানায়। এতে উপাচার্য সম্মত না হলে তাকে ভেতরে রেখে শিক্ষার্থীরা চারদিক থেকে আটকে ধরেন ও আন্দোলন করতে থাকেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের