শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

আবু হেনা রনির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
আবু হেনা রনির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে

আবু হেনা রনি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন সুমন্ত সোহেল।

বিকেলে সোহেল জানান, ‘রনির অবস্থার উন্নতি হয়েছে। গত দিনের চেয়ে আজ রিপোর্টগুলো আরেকটু ভালো।’

তিনি আরও বলেন, দ্বিতীয় দিন থেকেই স্বাভাবিক খাবার খেতে পারছেন এবং কথাবার্তা বলতে পারছেন রনি।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠানস্থলে দুর্ঘটনা ঘটে। রনিসহ এতে পাঁচজন দগ্ধ হন। অন্যরা হলেন মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। রনিসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের