প্রয়াত হয়েছেন হ্যারিপটার খ্যাত `হ্যাগ্রীড`

বুধবার,

২২ অক্টোবর ২০২৫,

৭ কার্তিক ১৪৩২

বুধবার,

২২ অক্টোবর ২০২৫,

৭ কার্তিক ১৪৩২

Radio Today News

প্রয়াত হয়েছেন হ্যারিপটার খ্যাত `হ্যাগ্রীড`

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ১৫ অক্টোবর ২০২২

Google News
প্রয়াত হয়েছেন হ্যারিপটার খ্যাত `হ্যাগ্রীড`

হ্যারীপটার খ্যাত `হ্যাগ্রীড`

ইস্কটল্যান্ডের ফলকির্কের হাসপাতালে ৭২ বয়সে হ্যারি পটারে অভিনয় করা অভিনেতা কোল্ট্রান মারা গিয়েছে।

কোল্ট্রানের  নিজস্ব এজেন্ট বেলিন্ডা রাইট শুক্রবার ১৪ অক্টোবর   রাতে এই বিষয় টি নিশ্চিত করেছেন।

ব্রিটিশ লেখিকা জে. কে. রাওলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র ছিল হ্যাগ্রীড।

বেলিন্ডা রাইট এক বিবৃতিতে কোল্ট্রান কে 'অনন্য প্রতিভার' প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বেলিন্ডা আরো বলেন যে, কোল্ট্রান কে হ্যাগ্রিড রূপে  সম্ভবত আরো কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। হ্যারি পটারে অভিনীত এই হ্যাগ্রিড নামের চরিত্রটি  শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অর্থাৎ সকল বয়সের মানুষদেরকে সমানভাবে আনন্দ দিয়েছিল। গত ২০ বছরের বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসতো। এ থেকে এটি প্রমাণিত হয় যে, তিনি সারাজীবন সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে তার এই অসামান্য অভিনয় এর জন্য।

তার নিজস্ব এজেন্ট ব্লেন্ডার রাইট দুঃখ প্রকাশ করে বলেন যে, একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি বেশ বুদ্ধিমান ছিলেন বটে। তাকে ভীষণ ভাবে মিস করবো।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের