
রাসেল ওয়েলচ
হলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রীদের তালিকায় ছিলেন রাসেল ওয়েলচ। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার স্টিভ সৌয়ের। মৃত্যুকালীন সময়ে মার্কিন এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮২ বছর।
১৯৬০ আর দশকে আবেদনময়ী নারীর প্রতীক ছিলেন এই অভিনেত্রী। ওয়েলচ তার জীবদ্দস্যায় চলচ্চিত্র এবং টেলিভিশনের ৭০ টিরও বেশি অনুষ্ঠানে অভিনয় করেছেন। তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য মূলে ছিল 'ফ্যান্টাস্টিক ভয়েস' চলচ্চিত্রটি।
এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর তার ক্যারিয়ারে তাকে আর পিছনে তাকাতে হয়নি। এরপর থেকেই তিনি অভিনয় করেছেন একের পর এক হলিউড সিনেমাতে। এবং তার অনবদ্য সব অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এছাড়াও 'থ্রি মাস্কেটিয়ার্স' এ তার অনবদ্য অভিনয়ের জন্য ১৯৭৪ সালে তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও জিতে ছিলেন।
এস আর