মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

হার্ট অ্যাটাকের পর শরীরচর্চায় মগ্ন সুস্মিতা সেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ৮ মার্চ ২০২৩

Google News
হার্ট অ্যাটাকের পর শরীরচর্চায় মগ্ন সুস্মিতা সেন

হার্ট অ্যাটাকের পর শরীর চর্চায় মগ্ন সুস্মিতা সেন

দিন কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হার্ট অ্যাটাকের খবর দেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তবে এবার ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার ছবি দিয়ে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। কিন্তু ভক্তদের সংশয় বেড়ে গেছে এই ভেবে, মাত্র এত বড় বিপদ গেল, এর ভিতরেই শরীরের উপর এতটা চাপ দেওয়া কি ঠিক হচ্ছে প্রিয় অভিনেত্রী  সুস্মিতা সেনের।

এ বিষয়ে অভিনেত্রী অনুরাগীদের আশ্বস্ত করে বলেন," আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন। তাই বাড়িতেই অল্প অল্প করে শুরু করছি শরীরচর্চা।" পাশাপাশি জানান তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

গত ২ মার্চ সুস্মিতা সেন তার নিজের হার্ট অ্যাটাকের কথা ভক্তদের জানান। জানা গেছে, ২৭ফেব্রুয়ারি শুটিং চলাকালীন অবস্থায় তিনি অস্বস্তি বোধ করেন। এবং তিনি তখন জানান তার বুকে ব্যথা হচ্ছে। এবং চিকিৎসকের ব্যবস্থা করা হলে তার পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালেও নেওয়া হয়।

জানা যায়, মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, অস্ত্রোপচার আবশ্যক। প্রায় ৯৫% ই ব্লকেজ ছিল তার হার্টে।

এ বিষয়ে সুস্মিতা সেন জানান," কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়।" সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। তবে এখন তিনি সুস্থ হয়ে বাড়িতে আছেন। এবং খুব শীঘ্রই কাজে ফিরবেন বলেও জানান তিনি।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের