
মাইনুল আহসান নোবেল
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে প্রতারণার মামলায় জামিন দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আজ সোমবার (২২ মে) এ বিষয়ে আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
ডিবির পরিদর্শক হুমায়ুন কবির নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন তার জামিন চেয়ে আবেদন করেন।
সম্প্রতি একাধিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা শেষে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় নোবেলকে গ্রেফতার দেখানো হয়। পরে গতকাল (২০ মে) জামিন না মঞ্জুর করে তাকে একদিনের রিমান্ডে দিয়েছিলেন।
রেডিওটুডে নিউজ/এসবি