রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

Radio Today News

সমাজটা নারী বিদ্বেষীঃ মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
সমাজটা নারী বিদ্বেষীঃ মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সিনেমার মতো রাজনীতিটাও এক হাতে সামলান। দুই অঙ্গনে বেশ দাপুটে তিনি। এবার সেই মিমির কণ্ঠে অভিযোগ। সমাজকে তিনি নারী বিদ্বেষী বলে মন্তব্য করেছেন। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

‘রক্তবীজ’ নামের একটি ছবিতে সম্প্রতি যুক্ত হয়েছেন মিমি। ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে মিমি জানান, এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। সেই ধরণের চরিত্র তিনি নির্বাচন করেন যা আগে করা হয়নি। পর্দায় নিজেকে ভাঙতে চান তিনি। অভিনেত্রী বলেন, "এই চরিত্রটার জন্য আমার এমনিতে যেমন হাবভাব সেটাই যথেষ্ট বলেছিলেন শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়)।"

সমাজের প্রতি অভিযোগ তুলে এসময় মিমি বলেন, "আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনও পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।" 

টলিউড অভিনেত্রী মিমির সঙ্গে ‘রক্তবীজ’নামের ছবিতে দেখা যাবে আবীরকে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের