সোমবার,

১১ নভেম্বর ২০২৪,

২৭ কার্তিক ১৪৩১

সোমবার,

১১ নভেম্বর ২০২৪,

২৭ কার্তিক ১৪৩১

Radio Today News

তাজিনকে নিয়ে হিমুর ৫ বছর আগের পোস্ট ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ৪ নভেম্বর ২০২৩

Google News
তাজিনকে নিয়ে হিমুর ৫ বছর আগের পোস্ট ভাইরাল

তাজিন আহমেদ ও হুমায়রা হিমু

গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী হুমায়রা হিমু। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। মৃত্যুর পর ভাইরাল হয়েছে পাঁচ বছর আগে সামাজিক মাধ্যমে লেখা হিমুর একটি স্ট্যাটাস।

৫ বছর আগে অর্থাৎ ২০১৮ সালের ২২ মার্চ অভিনেত্রী তাজিন আহমেদ মারা যাওয়ার পর তাকে নিয়ে নিজের ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছিলেন হিমু। সেখানে লিখেছিলেন, "আজ আমাদের মিডিয়া তাজিন আপুনিকে নিয়ে কত কথা বলছে। কিন্তু আপুনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল, তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।"

এরপর লিখেছিলেন, "এখন অনেকে দাবি করছে, আমরা তার সহশিল্পী। আমরা তার কত কিছু, বন্ধু...কেন ভাই? এই বন্ধু, সহশিল্পী, বেঁচে থাকতে আমরা তার পাশে এগিয়ে আসতে পারিনি? পাশে আসা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা তা করিনি।"

ওই পোস্টে হিমু আরও লিখেছিলেন, "একসময় আমিও মারা যাব, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। আমরা মারা গেলেও আমাদের মিডিয়া আমাদের নামে অনেক গল্প বানাবে।"

হুমায়রা হিমুর মৃত্যুর পর তাই আবারও আলোচনায় এসেছে পাঁচ বছর আগে লেখা তার এই পোস্টটি। তাজিন আহমেদের মৃত্যুর সঙ্গে হিমুর মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবি তে অরু চরিত্রে দেখা যায় তাকে। হিমুর মৃত্যুতে শোক নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে। সামাজিক মাধ্যমে সেই শোক প্রকাশ করছেন তারা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের