রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

Radio Today News

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরই অসুস্থ ফারিয়া, বললেন মাই লাইফ, মাই রুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১৪ মে ২০২৪

আপডেট: ১৯:০৩, ১৪ মে ২০২৪

Google News
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরই অসুস্থ ফারিয়া, বললেন মাই লাইফ, মাই রুল

অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে চলেছেন। মা দিবসে ভক্তদের সুখবরটি জানিয়েছিলেন তিনি নিজেই। এর দুই দিন পর দুঃসংবাদ। অসুস্থ হয়ে পরেছেন ফারিয়া।

মঙ্গলবার এক ফেসবুক স্টোরিতে ফারিয়া লিখেছেন, ‘খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথা ব্যাথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও। আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া লেখেন, ‘মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের