শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

প্রথমবার মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ৪ নভেম্বর ২০২৪

Google News
প্রথমবার মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো

‘বার্বি’ তারকা অভিনেত্রী মার্গো রবি। এবার প্রথমবারের মতো মা হলেন এ হলিউড অভিনেত্রী। পিপলডটকমের প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো পুত্রসন্তানের মা হয়েছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পর স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে গত জুলাই মাসে প্রথমবারের মতো মার্গোকে দেখা যায়।

২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো সেই সিনেমার অভিনেত্রী ছিলেন। আর টম কাজ করেছেন সহকারী পরিচালক হিসেবে। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। 

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

এদিকে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে। সম্প্রতি মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের