শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

শিল্পী সমিতির নির্বাচন: ভোট পড়েছে ৮৫ শতাংশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২:৩৭, ২৯ জানুয়ারি ২০২২

Google News
শিল্পী সমিতির নির্বাচন: ভোট পড়েছে ৮৫ শতাংশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এবার ৮৫ দশমিক ২৮ শতাংশ ভোট পড়েছে।

এই প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, ৪২৮ জন মোট ভোটারের মধ্যে এবার ৩৬৫ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে শাকিব খান, আরিফিন শুভ, অনন্ত জলিল, পপি, মাহিয়া মাহি, পরীমণি, নুসরাত ফারিয়া ও বর্ষার মতো শীর্ষ তারকারা ভোট দেননি।

তবে ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবি এই নির্বাচন কমিশনারের। ভোট গ্রহণ এখনও চলছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার এক প্যানেলে এবং অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান আরেক প্যানেল থেকে নির্বাচন করছেন।

এদিকে নির্বাচনের সময় জায়েদ খানের বিরুদ্ধে ভোটকেন্দ্রে ভোটারদের প্ররোচনা ও টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুন। তবে শাল খুলে কোনো টাকা নেই দেখিয়ে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন জায়েদ। তবে এছাড়া দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং মিশা সওদাগরকে একসাথে হাস্যজ্বল মূহুর্তে দেখা যায়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের