রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

অনলাইন থেকে কেনাকাটায় নকল ওয়েবসাইট চেনার উপায়

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ৮ এপ্রিল ২০২৩

Google News
অনলাইন থেকে কেনাকাটায় নকল ওয়েবসাইট চেনার উপায়

অনলাইন থেকে কেনাকাটায় নকল ওয়েবসাইট চেনার উপায়

বর্তমান যুগে প্রায় কম বেশি অনেকেই অনলাইন থেকে ঈদের কেনাকাটা করে থাকে। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষদেরই এখন দেখা যায় মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকে শপিং করা। অনেকে আবার ব্যস্ত থাকে বলে অনলাইন থেকে কেনাকাটা করে। তবে এক্ষেত্রে সময় কিংবা শ্রম দুটো বাঁচলেও ভোগান্তিও ভুগতে হয় অনেককেই।

অনলাইন কেনাকাটাই প্রতারণার ঘটনা খুব সাধারন। অনেক প্রতারকেরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে। কেনাকাটার ক্ষেত্রে এই নকল ওয়েবসাইট গুলো চেনার কিছু উপায় রয়েছে। ওয়েবসাইটগুলো চেনা থাকলে বা জানা থাকলে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে নকল ওয়েবসাইট চেনা যাবে:

১. প্রথমেই এড্রেস বার https:// আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে। 'S' এর অর্থ সিকিউর। অর্থাৎ 's' থাকলে বুঝে নিতে হবে ওয়েবসাইটটি সঠিক।

২. আপনার বাছাইকৃত ওয়েবসাইটটিতে প্যাডলক চিহ্ন আছে কিনা তা লক্ষ্য রাখুন।

৩. কোনো ওয়েবসাইট ভিজিট করার পূর্বে গুগল থেকে তার রিভিউ দেখে নিতে পারেন। সেইখানেই বিভিন্ন ধরণের রিভিউ দেখা যাবে। খারাপ রিভিউ চোখে পড়লে ওয়েবসাইটটি এড়িয়ে যেতে পারেন।

৪. নকল সাইট চেনার আরও একটি উপায় হলো, ইউআরএলের বানান ভুল। ওয়েবসাইট এর বানান ভুল নকল সাইট এর আরেকটি নমুনা।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের