
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বসিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট।
এ পরিবর্তনের ফলে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পরিসরে বড় ধরনের রদবদল দেখা গেল, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ওয়ালৎস আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আমি তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিনিধি হিসেবে মনোনীত করতে যাচ্ছি।
সূত্র বলছে, বৃহস্পতিবারই ওয়ালৎসকে সরিয়ে দেওয়ার আভাস মিলেছিল বিভিন্ন মহলে। আর মার্কো রুবিওর অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার ঘটনা ১৯৭০-এর দশকের হেনরি কিসিঞ্জারের পর এমন বিরল উদাহরণ, যেখানে একজন একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
ওয়ালৎসের পদ নিয়ে জল্পনা শুরু হয় আগেই, যখন তিনি ভুলক্রমে একটি নিরাপত্তাবিষয়ক বার্তার গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করে ফেলেন। যদিও তৎক্ষণাৎ তাঁকে সরানো হয়নি, তবে সেই ঘটনার পর থেকে তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এছাড়া, ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী ও এশিয়া–বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওং–ও শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। ওং ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম