বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের আজকের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ১৮ নভেম্বর ২০২২

Google News
ইতিহাসের আজকের এই দিনে

ফাইল ছবি

আজকের এই দিনটিতে ঘটে গেছে ইতিহাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্ট জনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় সমূহ।

চলুন তাহলে জেনে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে:

ঘটনাবলী :

১. ১৫৫৮- ইংল্যান্ডের সিংহাসনে প্রথম এলিজাবেথ আহরণ করেছিলেন আজকের এই দিনে।
২. ১৮০০- প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের।
৩. ১৮৬৯- প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
৪. ১৭৯৬- আজকের এই দিনে অস্ট্রেলিয়ানদের পরাজিত করেন নেপোলিয়ন ১৭৯৬ সালে।
৫. ১২৯২- স্কটল্যান্ডের রাজা হিসেবে জয়ী হন জন বালিয়ন।

জন্ম:

১. ১৯৮৬- একজন পর্তুগিজ ফুটবল খেলোয়াড়, ন্যানি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন।
২. ১৯৪২- মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কোরসেজি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।
৩. ১৯৫২- বাংলাদেশের জনপ্রিয় বা খ্যাসিমান বাংলাদেশী গায়িকা রুনা লায়লা আজকের এই দিনে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু :

১. ১৮৫৮- ব্রিটিশ সমাজ সংস্কারক, সমবায় আন্দোলনের পথিকৃৎ এবং কল্প লৌকিক সমাজতন্ত্র রবার্ট ওয়েন আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন।
২. ১৯১৭- ফরাসি ভাস্কর অগুস্ত রদ্যা।
৩. ১১৮৮- সিরিয়াল কবি, কূটনীতিক ও লেখক ওসামা ইবনে মুনকিজ আজকের দিনে ১১৮৮ সালে মৃত্যুবরণ করেছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের