রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

রোববার,

১৫ সেপ্টেম্বর ২০২৪,

৩১ ভাদ্র ১৪৩১

Radio Today News

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ নভেম্বর ২০২৩

Google News
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন ঢাকার বাসিন্দা।

বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৯৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১২ জন। মারা গেছেন ১ হাজার ৬১৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮১ জন।

রেডিওটুডে/এমএমএইচ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের