শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

৬০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:২০, ২১ আগস্ট ২০২১

Google News
৬০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

ছবি: রেডিও টুডে

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, শুক্রবার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বিজিবির দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) এবং একই জেলা ও উপজেলার গোহালিয়া  মো. ছানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাঈল হোসেন (৩৪)।

ফয়সল বলেন, "শুক্রবার দুপুরে টেকনাফে বিজিবির দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারমুখি একটি ট্রাক পৌঁছালে থামানো হয়। পরে গাড়ীটি ডগ স্কোয়াডের সদস্যদের দিয়ে তল্লাশী করা হয়। এতে ডগ স্কোয়াডটির সদস্যরা গাড়ীটির এয়ার ক্লিনার ফিল্টারে গিয়ে বিশেষ আচরণ শুরু করে।"

"গাড়ীটির এয়ার ক্লিনার ফিল্টারের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে উদ্ধার করা হয় ৬০ হাজার ইয়াবা। জব্দ করা হয় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ট্রাকটি।"

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের