
দক্ষিণ-পূর্ব শহরের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের চার সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন।
শুক্রবারের হামলায় হামলাকারীরা জাহেদান শহরের একটি মসজিদের কাছে উপাসকদের মধ্যে লুকিয়ে ছিল এবং তারপরে নিকটবর্তী পুলিশ স্টেশনে হামলা চালায়, শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।
প্রাদেশিক গভর্নর হোসেন মোদারেসিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ১৯ জন নিহত হয়েছেন। সংবাদ আউটলেট জানিয়েছে যে স্বেচ্ছাসেবক বাসিজি বাহিনী সহ ৩২ গার্ড সদস্যও সংঘর্ষে আহত হয়েছেন।
এক তরুণ ইরানি মহিলার পুলিশ হেফাজতে মৃত্যুর পর ইরানে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের সাথে এই হামলার সম্পর্ক ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
সিস্তান ও বেলুচেস্তান প্রদেশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এবং জাতিগত বেলুচি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিরাপত্তা বাহিনীর উপর পূর্বে হামলা দেখেছে।
তাসনিম এবং অন্যান্য রাষ্ট্র-সংশ্লিষ্ট ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান সাইয়েদ আলী মুসাভি হামলার সময় গুলিবিদ্ধ হন এবং পরে তিনি মারা যান।
বিপ্লবী গার্ড সদস্যদের সারা দেশের পুলিশ ঘাঁটিতে উপস্থিত থাকা অস্বাভাবিক নয়।
রেডিওটুডে নিউজ/আনাম