মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র ৩১টি, জার্মানি ১৪টি শক্তিশালী ট্যাংক পাঠাবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:৫২, ২৬ জানুয়ারি ২০২৩

Google News
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র ৩১টি, জার্মানি ১৪টি শক্তিশালী ট্যাংক পাঠাবে

ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জার্মানি ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র  এ ঘোষণা দিল।

বার্লিন অন্যান্য ইউরোপীয় দেশগুলির জন্য তাদের নিজস্ব স্টক থেকে জার্মান-তৈরি ট্যাঙ্ক পাঠানোর পথও পরিষ্কার করেছে।

ইউক্রেন কয়েক মাস ধরে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে তদবির করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। "আজ মুক্ত বিশ্ব একটি অভিন্ন লক্ষ্য - ইউক্রেনের মুক্তির জন্য আগের মতো ঐক্যবদ্ধ।"

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। এই দুটি ঘোষণা ইউক্রেন যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট। ট্যাংকগুলো শীত শেষে সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে।

এদিকে, রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করেছে "নিষ্পাপ উস্কানি" হিসাবে এবং বলেছে যে কোনও সরবরাহ করা ট্যাঙ্ক ধ্বংস করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, "এই ট্যাঙ্কগুলো বাকি সবগুলোর মতোই জ্বলে। এগুলো খুবই দামি।"

বুধবার হোয়াইট হাউসে এই সিদ্ধান্ত ঘোষণা করার সময় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "পুতিন আশা করেছিলেন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প দুর্বল করবে।" "সে শুরু থেকেই ভুল ছিল এবং সে ভুলই করে চলেছে।"

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের