
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্সে সামরিক শক্তি সম্প্রসারিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ফিলিপাইন্সের আরও চারটি সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। ম্যানিলা সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একটি সমঝোতার আওতায় আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
২০১৪ সাল থেকে ফিলিপাইন্সের পাঁচটি ঘাঁটিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ‘২০১৪ এনহান্সড ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট’র (ইডিসিএ) আওতায় পাঁচ ঘাঁটিতে মার্কিন কার্যক্রম চলছে, এগুলোও কিছু দিনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। মিত্র দুটি দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘ইডিসিএ যুক্তরাষ্ট্র-ফিলিপাইন্স জোটের মূল খুঁটি। এর মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যৌথ প্রশিক্ষণ, মহড়া ও আন্ত:কার্যক্ষমতায় সহায়ক ভূমিকা পালন করে। ইডিসিএ সম্প্রসারণ আমাদের জোটবদ্ধতাকে শক্তিশালী করবে, আমাদের সামরিক শক্তির আধুনিকায়নেও কাজে দেবে।’
রেডিওটুডে নিউজ/মুনিয়া