বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৩, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৭ জুন ২০২৩

Google News
হাইতিতে ৪.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৩, আহত ৫০

হাইতির দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলীয় শহর জেরেমিতে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে যেটির উৎপত্তি।

ভূকম্পনে শহরের ধসে পড়া ভবনের নিচে অনেকে আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়াও এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এএফপিকে দেয়া সাক্ষাতকারে গ্র্যান্ড'আনসের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন মনকেলে বলেছেন, এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। তারা তিনজনই একই পরিবারের সদস্য। ভূমিকম্পের আঘাতে বাড়ি ভেঙে গিয়ে তাদের মৃত্যু হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের