শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

নেদারল্যান্ডসে এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন নিহত, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
নেদারল্যান্ডসে এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন নিহত, আটক ১

নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও কাছাকাছি অপর এক বাসভবনে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,  বৃহস্পতিবারের এ ঘটনার কতজন আহত হয়েছে তা স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ বলেছে, রটারডাম মেডিকেল সেন্টার ও কাছাকাছি একটি আবাসিক ভবনে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় ৩২ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আরও জানায়, উভয় স্থানেই আগুন লেগেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ মেডিকেল গাউন পরা শিক্ষার্থীদের বাইরে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে।

ঘটনার দুই ঘণ্টা পরে পুলিশ জানায়, একাধিক নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ হামলায় দ্বিতীয় কোনো বন্দুকধারীর অংশ নেওয়ার প্রমাণ মেলেনি। এ বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের