মঙ্গলবার,

২৮ নভেম্বর ২০২৩,

১৪ অগ্রাহায়ণ ১৪৩০

মঙ্গলবার,

২৮ নভেম্বর ২০২৩,

১৪ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

ডোমিনিকান প্রজাতন্ত্রে ভারি বৃষ্টি, নিহত ২১

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২০ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:৫৪, ২০ নভেম্বর ২০২৩

Google News
ডোমিনিকান প্রজাতন্ত্রে ভারি বৃষ্টি, নিহত ২১

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এতে কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

রোববার ডোমিনিকান কর্তৃপক্ষের বরাতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত ৪৮ ঘণ্টার প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। প্রেসিডেন্ট লুইস আবিনাদার এটিকে দেশের ইতিহাসে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় বৃষ্টিপাত’ বলে অভিহিত করেছেন। মার্কিন দূতাবাসের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি নিম্নচাপের ফলে সৃষ্ট এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টা ধরে দেশের অনেক অঞ্চলে অব্যাহত থাকতে পারে।

রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি প্রধান রাস্তায় রোববার একটি প্রাচীর ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছে। একই দিন সান্তো ডোমিঙ্গোতে পৃথক ঘটনায় আরও ৯ জনের মৃত্যু হয়। দেশটির জরুরি অপারেশন সেন্টার জানায়, এ দুর্যোগে সারাদেশে প্রায় ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দেশের ৩২টি প্রদেশের অধিকাংশ প্রদেশ সতর্কতার আওতায় রয়েছে।

আবিনাদার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকির মুখে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বুধবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন মার্কিন এবং তিনজন প্রতিবেশি দেশ হাইতির নাগরিক।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের