মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ১০ মে ২০২৪

Google News
অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার ভারতের

অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। ১০ মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এর মধ্যেই সব সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এএনআই।

দ্বীপরাষ্ট্রটিতে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনা সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনাসদস্য কর্মরত ছিলেন। মালদ্বীপে থাকা দুইটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা।

তবে, প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিলো, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তারপরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মের মধ্যে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের