
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে বেআইনি বিয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত। শনিবার ইমরান খানের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী নাঈম পাঞ্জুথা জানান, ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) আফজাল মাজোকা এই রায় দিয়েছেন।
ইদ্দত পূর্ণ না করেই বুশরা বিবি ও ইমরান খানকে বিয়ে করেছে অভিযোগে দায়ের করা মামলায় ফেব্রুয়ারিতে ইসলামাবাদের একটি আদালত দুজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। জাতীয় নির্বাচনের আগে এই রায় দেওয়া হয়েছিল। পাকিস্তানের আইনজীবী, নারী অধিকার কর্মী এবং সুশীল সমাজ ওই সময় আদালতের এই রায়ের তীব্র সমালোচনা করেছিল।
শনিবার আদালত বলেছে, ‘যদি অন্য কোনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকে, তাহলে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং বুশরা বিবিকে অবিলম্বে (কারাগার থেকে) মুক্তি দেওয়া উচিত।’
এমএমএইচ/রেডিওটুডে