বৃহস্পতিবার,

১৯ জুন ২০২৫,

৬ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ জুন ২০২৫,

৬ আষাঢ় ১৪৩২

Radio Today News

দাদার মতোই `সংবিধান` হাতে শপথ প্রিয়াঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২৮ নভেম্বর ২০২৪

Google News
দাদার মতোই `সংবিধান` হাতে শপথ প্রিয়াঙ্কার

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবিধান হাতে শপথ নিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

সম্প্রতি লোকসভার উপ-নির্বাচনে কেরালার ওয়ানাড় আসন থেকে জয়ী হয়েছেন গান্ধী পরিবারের প্রভাবশালী সদস্য প্রিয়াঙ্কা। এর আগে ওয়ানাড়ের এ আসনের সংসদ সদস্য ছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী।

এই বিজয় ও শপথ গ্রহণের মাধ্যমে ভারতের আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তের জন্য তার দল ও সমর্থকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।

মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর পর তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য হলেন প্রিয়াঙ্কা। তার মা সাবেক কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী উচ্চকক্ষ বিধানসভার সদস্য।

শনিবার ওয়ানাড় আসনের ভোট গণনা শেষ হয়। তিনি ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সাথিয়ান মোকেরির চেয়ে চার লাখেরও বেশি ভোট পান প্রিয়াঙ্কা। তৃতীয় অবস্থানে ছিলেন বিজেপির প্রার্থী।

বিজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ এক পোস্ট দিয়ে ভোটারদের ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের