শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

১৩শ` কোটি টাকা আত্মসাৎ

এফএএস ফিন্যান্সের ৪ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০০, ১৮ আগস্ট ২০২১

আপডেট: ২১:৩৪, ১৮ আগস্ট ২০২১

Google News
এফএএস ফিন্যান্সের ৪ পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

১৩শ' কোটি টাকা আত্মসাতের অভিযোগে এফএএস ফিন্যান্সের চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের আড়াই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। এই চার পরিচালক হলেন, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, বীরেন্দ্র সোম ও মোহাম্মদ মোস্তফা।

এর আগে, গতকাল প্রতিষ্ঠানটির সাবেক এমডি রাসেল শাহরিয়ারসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে এফএএস-এর সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২১ জনকে জিজ্ঞাসাবাদ করল দুদক।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২০টি ভুয়া কোম্পানির নামে ১ হাজার ৩০০ কোটি টাকা সরিয়ে নেয়া হয়েছে। যে কোম্পানির প্যাড ব্যবহার করে ঋণের আবেদন করা হয়েছে তার সবই ছিল ভুয়া। ঋণ প্রস্তাবের বিষয়ে এফএএস ফিন্যান্স কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম যাচাই করাও হয়নি। ঋণের আবেদন করার পর পরই দ্রুত অর্থ ছাড় করা হয়েছে।

দুদক মনে করছে আলোচিত পি কে হালদার এ জালিয়াতির সাথে জড়িত থাকতে পারেন।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের