শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

গোল করে উদযাপন, শাস্তি পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ২৪ আগস্ট ২০২১

Google News
গোল করে উদযাপন, শাস্তি পেলেন রোনালদো

সিরি-এ লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জুভেন্টাস। রোববার মধ্যরাতে উদিনেসের বিপক্ষের এই খেলায় মূল একাদশে ছিলেন না পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে শেষ মুহূর্তে মাঠে নেমে গোলও দেন রোনালদো। আর তার উদযাপন করতে গিয়ে খুলে ফেলেন জার্সি। যদিও পরে অফসাইডে বাতিল হয় গোলটি। উল্টো হলুদ কার্ড দেখানো হয় তাকে।

ম্যাচের তৃতীয় মিনিটেই এস্তাদিও ফ্রিউলির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এরপর আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার বাড়ানো বল থেকে ২৩ মিনিটে কুয়াদ্রাদোর গোলে ব্যবধান বাড়ায় জুভন্টাস। এতে বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মাসসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল দেয় উদিনেস। স্বাগতিকদের পক্ষে পেনাল্টিতে গোল করেন রর্বাতো পেরেইরা। ৮৩ মিনিটে জুভেন্টাসকে আরেকটি গোল দিয়ে উদিনেসকে সমতায় ফেরান জেরাড ডিউলোফিউ।

সর্বশেষ গোলটি চেয়ে চেয়ে দেখেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই দলকে জেতাতে একেবারে শেষ মুহূর্তে যোগ দেন তিনি। নেমেই গোল করে উদযাপন করতে জার্সি খুলে ফেলেন তিনি। হয়তো তিনি ভেবেছেন দল জিতে গেছে। কিন্তু পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। আর এদিকে জার্সি খোলায় শাস্তি হিসেবে পান হলুদ কার্ড। অবশেষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের