ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

রোববার,

১৮ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

বিসিবি-আইসিসি বৈঠক

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩০, ১৭ জানুয়ারি ২০২৬

Google News
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে আজ আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। বাংলাদেশ ভারতে কেনো খেলতে চাচ্ছে না সেটাও আইসিসিকে বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।

ভার্চুয়াল সভার পর এবার সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসেন আইসিসির প্রতিনিধি। তবে ভিসা জটিলতায় আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা সশরীরে উপস্থিত হতে পারেননি। তিনি ভার্চুয়ালি যুক্ত হন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে বিসিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আলোচনা অত্যন্ত গঠনমূলক ও পেশাদার পরিবেশে হয়েছে। বিসিবি তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে তারা ভারতে খেলবে না। সরকারের উদ্বেগের বিষয়টিও আইসিসিকে স্পষ্ট করে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্যান্য বিষয়ের মধ্যে লজিস্টিক সংক্রান্ত জটিলতা সর্বনিম্ন পর্যায়ে রেখে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।’ মূলত গ্রুপ বদলে ফেললে সূচি ও ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য লজিস্টিক্যালি সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই সভায় বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

ভবিষ্যতে আরও আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে দুই পক্ষই। উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তী নিরাপত্তা হুমকির পর থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের