শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০২ মে ২০২৫,

১৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

ধান মজুদ করায় ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:০৪, ২৪ আগস্ট ২০২২

Google News
ধান মজুদ করায় ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা

বগুড়ায় এক ধান ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এক অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। 

এসময় বগুড়ার বাজার পরিদর্শক, খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশ ও এপিবিএন বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, আইন লঙ্ঘন করে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ধান নির্দিষ্ট সময়ের অধিক সময় ধরে মজুত করায় মজুমদার এগ্রো লিঃ সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের