
ইন্টারপোলের রেড নোটিশে পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম এসেছে। বৃহস্পতিবার রাতে সংস্থাটির ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় পাওয়া গেছে।
এতে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী রবিউল ইসলামের জন্ম বাগেরহাটে। তার জাতীয়তা বাংলাদেশি। সম্প্রতি দুবাইয়ে আরাভ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে কয়েকজন সেলিব্রেটির যোগ দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন আরাভ খান।
গোয়েন্দারা জানতে পারেন, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলামের সাথে মিল আছে এই আরাভ খানের।
পরে আরাভ খানের পাসপোর্টসহ বিভিন্ন তথ্য যাচাই করে পুলিশ জানতে পারে তার আসল পরিচয়। পুলিশ পরিদর্শক হত্যা মামলার পরই ভারতে পালিয়ে যান রবিউল। পরে সেখান থেকে আরাভ খান নামে পাসপোর্ট বানিয়ে পাড়ি জমান দুবাইয়ে।
রেডিওটুডে নিউজ/আনাম